যশোরের মণিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে এক পল্লী চিকিৎকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে আমিনুল ফকিরের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। নিহত জসিম উদ্দিন ওরফে মাইকেল অরুন নেইল (৫৪) ঢাকা নিউ মার্কেট এলাকার আঃ রহিমের ছেলে। তিনি আমিনুল ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন। পল্লী চিকিৎসক ছিলেন বলে গ্রামবাসী জানিয়েছে।
বাড়ির মালিক আমিনুর ফকির ও গ্রামবাসী জানায়, আমিনুর ফকিরের বাড়িতে ব্যাচেলর হিসেবে ভাড়ায় উঠেছিলেন জসিম। প্রতিবেশিরা সকাল থেকে তার ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে ডাকাডাকি করে। কিন্তু তার সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে মণিরামপুর থানার ওসি (তদন্ত) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি টিম গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তারা আরও জানান, তিনি মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। ফলে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মণিরামপুরে আলাদা বসবাস করতেন। কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা কেউ জানাতে পারেনি।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের পর রিপোর্টে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
খুলনা গেজেট/ আ হ আ