আগামী ৩০ জানুয়ারি মণিরামপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মারপিট, অব্যহত ধানের শীষের প্রচার মাইক ভাংচুর, নির্বাচনী প্রচারণা ও ভোটের মাঠে গেলে হত্যার হুমকী এবং নৌকার প্রচারণায় আচরণ বিধি লংঘনসহ নানাবিধ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি’র মেয়র প্রার্থী এ্যাড. শহীদ ইকবাল হোসেন।
তিনি প্রশাসন কর্তৃক নিরাপত্তার পাশাপাশি ৩০ জানুয়ারি নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচনের দিন প্রত্যেক কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেট নিয়োগ ও র্যাব-বিজিবি মোতায়েনের দাবী জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। মঙ্গলবার ২৬ জানুয়ারি বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বিএনপি’র মেয়র প্রার্থীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যুবদলের হারুন অর রশীদ প্রমুখ।
খুলনা গেজেট/কেএম