যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনে নয় নম্বর বিজয়রামপুর কেন্দ্রের অদূরে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ভোটারদের ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটেছে। অবশ্য পুলিশ বলেছে, কেন্দ্রের পাশে কয়েকটা পটকা ফুটেছে। বোমাবাজির কথা সঠিক নয়।
গ্রামবাসী জানায়, শনিবার সকাল ৭টার দিকে মণিরামপুর উপজেলার খইতলা এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান তার এজেন্টদের নিয়ে বিজয়রামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন। পথে বেলতলা এলাকায় পৌঁছুলে প্রতিদ্বন্দ্বি আইয়ুব পাটোয়ারীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এসময় তাকে ও এজেন্টদের মারপিট করা হয়। পরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার জন্য মুহুর্মুহু বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় আধাঘণ্টা যাবৎ অর্ধশত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা আতংকিত হয়ে ও ভাটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন।
কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান বলেন, আমাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমার প্রতিপক্ষ আইয়ুব পাটোয়ারীর সমর্থকরা এ হামলা চালায়। আমার মাথায় ও বুকে আঘাত লেগেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারপরও আমি কেন্দ্রে যেতে পারিনি।
বিষয়টি নিয়ে কাউন্সিলর প্রার্থী আইয়ুব পাটোয়ারীর মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মণিরামপুর থানার ইন্সপেক্টর শিকদার মতিয়ার রহমান বলেন, সকালের দিকে ওই কেন্দ্রে কয়েকটা পটকা ফুটেছিল। তবে পরবর্তীতে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। হাবিবুর রহমানের অভিযোগ সঠিক নয়।
খুলনা গেজেট/ টি আই