মণিরামপুরে এবার চালান মাছ ব্যবসায়ীর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দু’দিনের ব্যবধানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের শর্টসার্কিটসহ বিভিন্ন ভাবে অগ্নিকান্ড ঘটে প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
জানাযায়, শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর শহরের নতুন পাইকারী মাছবাজারের পাশে এক ব্যবসায়ীর মাছ বহনকরা কসকেট ও ট্রের গোডাউনে অগ্নিকান্ড ঘটে। ক্ষতিগ্রস্থ মাছের চালান ব্যবসায়ী আহাম্মাদ আলী জানান, ওই গোডাউনে তার প্রায় ১ হাজার কসকেট ও ট্রে সংরক্ষিত ছিল। গোডাউনের পিছন থেকে আকষ্কিকভাবে আগুনের সূত্রপাত ঘটে সেগুলি পুড়ে যায়। এতে তার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করলেও প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ নিশ্চিত করতে পারেনি। ধারনা করা হচ্ছে, ফেলে দেয়া সিগারেটের আগুনের কারণে অথবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটতে পারে।
অপরদিকে, গত শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মুজগুন্নী গ্রামের মুনছুর মোড় নামক নতুন বাজারে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, ফিরোজ হোসেন ও কবির হোসেনের চায়ের দোকান, হাফেজ আসাদের মুদি দোকান, আসাদুজ্জামানের কম্পিউটারের দোকান, পল্লী চিকিৎসক বাবুল আক্তারের ডাক্তারখানা, শরিতুল্লাহের হোটেল, বশির উদ্দিনের তরকারীর দোকান ও মশিয়ারের সাইকেল গ্যারেজ। তবে এ অগ্নিকান্ডের কারণ এখনও কেউ নিশ্চিত করে বলতে পারেননি। এ ঘটনায় বাজার কমিটির সভাপতি ডাক্তার নাজিম উদ্দিন ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, উক্ত অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া, শুক্রবার ভোর ৪টার দিকে পৌর শহরের গ্রামীণ ব্যাংকের সামনে অবস্থিত ভুট্টো সাইকেল স্টোর এন্ড সার্ভিসিং সেন্টারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসলেও কোন মালামাল রক্ষা করতে পারেনি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক আবু দাউদ ভুট্টো জানান, উক্ত অগ্নিকান্ডে তার সাড়ে ৩ লক্ষ টাকার বেশী ক্ষতি হয়েছে।
খুলনা গেজেট/ টি আই