মণিরামপুরে দলীয় গ্রুপিংয়ের জের ধরে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যদিয়ে পাশাপাশি পৃথক দুুটি স্থানে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। তবে এ কর্মসূচী পালনকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে পৌর শহরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড, বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পৌর সভার প্যানেল-১ কামরুজ্জামান কামরুল প্রমুখ।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে সাবেক দলীয় কার্যালয়ে বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা গৌর কুমার ঘোষ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিলন, আব্দুল হাই, জেলা পরিষদের সদস্য রোকসানা ইয়াসমিন পান্না প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই