মণিরামপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ বুধবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার হানুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্বর জখমাবস্থায় প্রবাসী জিয়াউর রহমানের স্ত্রী রেবেকা বেগম (৩০)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও কেউ আটক হয়নি।
গৃহবধূ রেবেকা বেগমের পুত্র নুরন্নরী দাবি করেন, প্রতিবেশী আনোয়ার হোসেনের ক্ষেতে তাদের ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আনোয়ার হোসেন, তার স্ত্রী পারুল বেগম, মেয়ে সোনিয়াসহ কয়েকজন তার মায়ের উপর হামলা চালায়। এসময় আনোয়ার হোসেন বটি দিয়ে তার মায়ের মাথা লক্ষ্য করে কোপ দিলে মারাত্মক জখম হয়। এতে বাঁধা দিতে আসলে তার খালা ফেরদৌসিকেও মারপিট করা হয়। এক পর্যায় প্রতিবেশিরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, রেবেকা বেগমের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর ২শ’ ৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তকরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/ টি আই