মণিরামপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলনের ২৪ ঘন্টার ব্যবধানে পাল্টা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলেন নৌকার মেয়র প্রার্থী কাজী মাহমুদুল হাসান। বুধবার ২৭ জানুয়ারি বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নৌকার মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান তার লিখিত বক্তব্যে বলেন, ২৬ জানুয়ারি মঙ্গলবার আমাকে এবং দলীয় নেতা-কর্মীদের জড়িয়ে বিএনপি’র মেয়র প্রার্থী যে সংবাদ সম্মেলন করেছেন তার কোন সত্যতা নেই। আমার পুত্র মাহমুদ পারভেজ শুভসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সন্ত্রাসী আখ্যাদিয়ে পৌর নির্বাচনে বিএনপি নেতা-কর্মীদের মারপিটের বিষয়টি সঠিক নয়। গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে নৌকার পক্ষে ভোট চাওয়ার সময় বিএনপি’র আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে তার লোকজন আওয়ামী লীগ নেতা-কর্মীদের মারপিট করে।
নৌকার মেয়র প্রার্থী কাজী মাহমুদুল হাসান তার লিখিত বক্তব্যে আরো বলেন, নির্বাচনী প্রতীক বরাদ্দের রাতে বিএনপি’র মেয়র প্রার্থী ইকবাল হোসেনের নেতৃত্বে বাজারে ধানের শীষের মিছিল বের করে আচরণ বিধি লংঘন করা হয়। অথচ, শহীদ ইকবাল হোসেন অভিযোগ করেছেন ওই রাতে নাকি আমার নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধানের শীষের পোষ্টার ছিঁড়ে তার উপর হামলা চালিয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি আমাজাদ হোসেন লাভলু, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, আ’লীগ নেতা এ্যাড. বশির আহমেদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সন্দীপ ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা নিয়ামত উল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা পরিষদ সদস্য রোখসানা পারভীন পান্না, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টন প্রমুখ।
খুলনা গেজেট/এ হোসেন