যশোরের মণিরামপুরের আলোচিত উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করেছেন। মণিরামপুরের একটি নাশকতা মামলায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তারা জামিনের আবেদন জানালে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, মণিরামপুর উপজেলার জুড়ানিপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও হাকোবা গ্রামের শওকত আলীর ছেলে আজিম হোসেন। তারা যশোর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২০২০ সালের ৪ এপ্রিল খুলনার মহেশ্বরপাশা থেকে যশোরের মণিরামপুরের উদ্দেশে পাঁচ ট্রাক সরকারি ত্রাণের চাল আসে। এরমধ্যে এক ট্রাক চাল গোপনে স্থানীয় ভাই ভাই রাইস মিলে পাঠায় ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচশ’ ৪৯ বস্তা চাল উদ্ধার করে এবং মিল মালিক ও ট্রাক ড্রাইভারকে আটক করে। চালের কোনো বৈধ কাগজপত্র না থাকায় এসআই তপন কুমার সিংহ বাদী হয়ে কালোবাজারির মাধ্যমে চাল মজুদ ও পাচারের অভিযোগে মণিরামপুর থানায় মামলা করেন।
এ ঘটনায় আটক দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যেখানে মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ কয়েকজনের নাম প্রকাশ করা হয়। তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে যশোর আদালতে চার্জশিট দাখিল করা হয়। এরপর বাচ্চু আদালতে আত্মসমর্পণ করলে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
উত্তম চক্রবর্তী বাচ্চু শুধু চাল চুরির মতো অপরাধে জড়িত ছিলেন না, তিনি সেই সময়ে মণিরামপুরের সংসদ সদস্য ও প্রতিমন্তী স্বপন ভট্টাচার্যের ছত্রছায়ায় থেকে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। এমপির প্রশ্রয়ে তিনি স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে স্থানীয়দের অভিযোগ।
খুলনা গেজেট/ টিএ