জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর আহবায়ক এ্যাডঃ মঞ্জুরুল আলম স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মহানগর ও জেলা জাপার যৌথ আয়োজনে রবিবার (২ মে) বাদ জোহর ডাকবাংলাস্থ মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জাপার যুগ্ম আহবায়ক শাহ মোঃ লায়েক উল্লাহ।
এ সময় খুলনার সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবি ও খুলনা ল কলেজের শিক্ষক প্রয়াত জাপানেতা মঞ্জুরুল আলমের স্মৃতিচারণ মূলক সংক্ষিপ্ত আলোচনা করেন খুলনা মহানগর ও জেলা জাপানেতা অধ্যাপক গাইসুল আযম, এম এ আল মামুন, এস এম এরশাদুজ্জামান ডলার, জি এম জাকির হোসেন, অপু রায়হান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মহানগর জাপার যুগ্ম আহবায়ক অধ্যাপক গাউসুল আযম।
এ দিকে মরহুম নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করেন।
খুলনা গেজেট/ এস আই