‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ বিষয়ক সেমিনার শনিবার (১৭ জুন) রাতে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, ভোক্তার অধিকার রক্ষায় কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এক সাথে কাজ করতে হবে। দুই পক্ষের মধ্যে সম্পর্ক যত ভালো থাকবে দেশের সাধারণ মানুষ ততই উপকৃত হবে। ভোক্তা অধিকার আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। তিনি বলেন, পণ্য ক্রয়ের আগে উৎপাদনের তারিখ ও মূল্য দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তার অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লাভের মানসিকতায়ও পরিবর্তন আনা প্রয়োজন।
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ক্যাব খুলনার সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, খুলনা চেম্বার অব কমার্সের সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। – তথ্য বিবরণী