খুলনার দিঘলিয়ায় ইমরান হোসেন (১৪) নামে এক ভ্যান চালকের লাশ উদ্বার করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর ) বিকালে গ্রামের সরদারঘাট সংলগ্ন খলিলের ইট ভাটার পাশে ভৈরবের নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইমরান সেনহাটী গ্রামে মিঠুর ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিপন কুমার সরকার জানান, শুক্রবার বিকাল ৫ টার দিকে স্থানীয় অধিবাসীদের মাধ্যমে জানতে পারি দিঘলিয়া থানার অন্তর্গত সরদারঘাট খলিলের ইট ভাটার পাশে একটি মৃতদেহ পড়ে আছে। পরে মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। লাশের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা যায় কে বা কারা তাঁকে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। ভ্যানটি এখনও উদ্ধার হয়নি। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।