ভূমি খাতের সেবাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষে খুলনা সদর সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের সঙ্গে খুলনা সচেতন নাগরিক কমিটির অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে সদর সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এসিজি ভূমি’র সমন্বয়ক মোহাম্মদ মিলনের সভাপতিত্বে অধিপরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর খুলনা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।
সভায় এসিজি সদস্যদের মাধ্যমে কমিউনিটি পর্যবেক্ষণ এবং কমিউনিটি অ্যাকশন সভা থেকে প্রাপ্ত সদর ভূমি অফিসে সেবার ক্ষেত্রে যে সকল সমস্যা সম্মুখীন হয় তা উপস্থাপন করা হয়। কমিউনিটি পর্যবেক্ষণ এবং কমিউনিটি অ্যাকশন সভা থেকে প্রাপ্ত সদর ভূমি অফিসে সেবার ক্ষেত্রে যে সকল সমস্যা সম্মুখীন হয় তা উপস্থাপন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম ইসলাম সকল সমস্যাগুলো শোনেন এবং সকল সমস্যাগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন। বিশেষ করে অফিসটিতে নারী সেবা গ্রহীতাদের জন্য ফ্রেস রুম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সেবা এবং সেবা প্রাপ্তির জন্য অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সকল সমস্যাগুলোর বর্তমান অবস্থা ও সমাধান বিষয়ে কথা বলেন।
তিনি বলেন ‘আমাদের খুলনা সদর ভূমি অফিসটা মূলত রাজস্ব অফিসের অংশ, আর এ কারনে আমাদের নিজেদেরই জায়গার সংকুলান হচ্ছে না, তবে আমাদের নিজেদের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। সেটি নির্মাণ হলে এই সমস্যা সমাধান হবে। অপরদিকে সেবার জন্য অতিরিক্ত অর্থের বিষয়ে আমার অফিসের সকলের জন্য নির্দেশনা রয়েছে এটা যেন কোনভাবেই না ঘটে। সেবা গ্রহীতাদের নিকট থেকে মধ্যস্বত্ব ভোগীরা এমনটা করতে পারে, তবে আমার অফিসের কেউ এমন বিষয়ের সাথে জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। অপরদিকে সেবা গ্রহীতাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, কারণ এখন প্রায় সকল সেবাই অনলাইনের মাধ্যমে নেওয়া যায় এবং অন লাইনেই টাকা পরিশোধের ব্যবস্থা রয়েছে’।
তিনি আরও বলেন ‘সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে সনাক-খুলনা, টিআইবি এর সাথে সদর ভূমি অফিস একসাথে কাজ করতে পারে। বিশেষ করে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে বর্তমান ভূমি সেবা বিষয়ক বিভিন্ন সেশন পরিচালনা করা যেতে পারে।
সভায় সভাপতির বক্তব্যে এসিজির (ভূমি) সমন্বয়ক মোহাম্মদ মিলন বলেন, ‘ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে, অনেক ভুল ধারণাও রয়েছে, এটা দূর করার জন্য আমরা কাজ করছি। আমরা মনেকরি সেবা সম্পর্কে তথ্য সাধারণ মানুষের নিকট এখনও পরিষ্কার না। আর তাই সকল পক্ষ নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। তাহলেই আমাদের সদর খুলনা ভূমি অফিসের সেবার মান বাড়বে’।
অধিপরামর্শ সভায় উপস্থিত ছিলেন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সহ-সমন্বয়ক আসাদুজ্জমান, সদস্য রুমানা আকতার সীমা, সজীব সরকার, সাকিবুল ইসলাম, শেখ সিয়াম রাব্বিসহ এবং ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
খুলনা গেজেট/এনএম