যশোরে হাসপাতালে ভুয়া ডাক্তার ধরে পুরস্কার পেলেন পুলিশ কনস্টেবল সোহেল রানা। পেশাগত দায়িত্ব পালনে সাহসী ভূমিকা রাখায় তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করল জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে যশোর পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্য সোহেল রানার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল অ্যাপ্রোন পরে প্রতারক চক্র রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। কয়েক মাস ধরে তথ্য সংগ্রহ করে ওই চক্রের পেছনে লাগেন কনস্টেবল সোহেল রানা। অবশেষে গত ৭ জুলাই সোমবার হাসপাতাল থেকে হাতেনাতে ধরা হয় চক্রের সদস্য আব্দুর রহিম রাকিবকে।
সোহেল রানা বলেন, এটি আমার দায়িত্ব ছিল। তবে এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, প্রতারণার একাধিক অভিযোগ আসার পর থেকে তিনি বিষয়টি খতিয়ে দেখছিলেন এবং শেষ পর্যন্ত এক সদস্যকে ধরতে সক্ষম হন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ও খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলামসহ জেলার ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ অফিসাররা।
জেলার পুলিশ সুপার রওনক জাহান বলেন, সোহেল রানার এই তৎপরতা পুলিশের পেশাদারিত্বের অনন্য উদাহরণ। এমন সাহসিকতা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ ঘটনায় হাসপাতালের রোগী এবং স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে। রোগী ও তাদের স্বজনরা ভুয়া চিকিৎসক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে