২১ ফেব্রুয়ারি ২০২২ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নগরীর শহিদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত কর্তৃপক্ষ এবং দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ ও সংস্থা কর্তৃক অনুমোদিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু, যুগ্ম সম্পাদক রোটাঃ খান ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস কে রানা আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসানুর রহমান তানজির, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির বালী, সাংস্কৃতিক সম্পাদক রকিব উদ্দিন মোল্যা, নির্বাহী সদস্য কাজী আব্দুল মান্নান, মোঃ লিটন হোসেন, আল ইমরান রিজভী প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় পৃথিবীর সকল ভাষার অস্তিত্ব রক্ষায় এবং দেশ মাতৃকার প্রয়োজনে আত্মত্যাগকারী শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও সর্বোচ্চ স্বর্গীয় শান্তি কামনা করেন।
খুলনা গেজেট/এনএম