খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

শার্শা প্রতিনিধি

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এই পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। বুধবার থেকে আবার সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আব্দুল জলিল আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতর পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। আগামীকাল বুধবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।’

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ‘বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!