ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের শিকার দুই নারী বাংলাদেশিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা দু’নারী হলেন, খুলনার মাজঘাট উপজেলার নুর মোহাম্মদ আখনের মেয়ে শাহিনুর আক্তার (৩০) ও খুলনার রামকৃষ্ণপুর উপজেলার আনোয়ার গাজীর মেয়ে পাপিয়া আক্তার (২৩)।
জানা যায়, পাচারকারীর প্রলোভনে পড়ে ভালো বেতনে চাকরির আশায় সীমান্তের চোরা পথ দিয়ে তিন বছর আগে তারা ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে তাদের ঠাঁই হয় মহিলা উথকিরিষ ভারতীয় মানবাধিকার সংস্থায়। পরে বাংলাদেশ সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, পুলিশি কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারীদের বেনাপোল চেকপোস্ট থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থার কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস এন্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ফেরত আসা বাংলাদেশি নারীরা যদি পাচারকারীদের শনাক্ত করতে পারে, তবে তাদের আইনি সহায়তা দেয়া হবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/ আ হ আ