যশোরের বেনাপোল আমড়াখালি বিজিবি তল্লাশি কেন্দ্র থেকে বাংলাদেশি ২ টাকার ও ১ টাকার ৮৩ হাজার কয়েন সহ আবদুর রহমান (৩২) নামে একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। কয়েনগুলো সে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে বেনাপোলের আমড়াখালী তল্লাশি কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহমান বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।
আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রের সুবেদার শাহীন জানান.গোপন সংবাদে জানতে পারি একজন পাচারকারী বিপুল পরিমান বাংলাদেশি ২ ও ১ টাকার কয়েন ভারতে পাচারের জন্য নাভারন থেকে ইজিবাইকে করে বেনাপোল সীমান্তের দিকে যাবে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালি চেকপোস্টে ওই ইজিবাইকটি আসলে তার গতিরোধ করে ৭টি বস্তায় থাকা ৮৩ হাজার কয়েনসহ আব্দুর রহমানকে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা ৮৩ হাজার বাংলাদেশি ২ ও ১ টাকার কয়েনসহ আব্দুর রহমান নামে একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/কেএম