যশোর থেকে ভারতে পাচারের সময় ৫ ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব। এসময় তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার( ৯ জানুয়ারি) সন্ধ্যায় র্যাবের একটি অভিযানিক দল যশোর চৌগাছার পাঁচনামনা এলাকা থেকে ভিকটিমদের উদ্ধার করে।
আটক তিন পাচারকারী একই পরিবারের সদস্য। তারা হচ্ছে মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ আকবর আলী (৫০), মোঃ আকবর আলীর ছেলে মোঃ বাবুল হোসেন (২৬) ও মোঃ আকবার আলীর স্ত্রী মোসাঃ কৌহিনুর বেগম (৪৩)।
র্যাব জানায়, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চার মহিলা সহ এক বাচ্চা মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে নিয়ে এসে যশোরে চৌগাছার পাঁচনামনা সাকিনের মোঃ আকবর আলীর ছেলে মোঃ বাবুল হোসেন(২৬), এর বাড়িতে লুকিয়ে রেখেছে।
এমন সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে চারজন মহিলা সহ এক বাচ্চা মেয়েকে উদ্ধার করে। এসময় তিন পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ভিকটিমের একজন বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে চৌগাছা থানায় মামলা দায়ের করে। মামলা মূলে ধৃত আসামিদের যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।