খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

ভবদহের আমডাঙ্গা খাল পুন:খনন প্রকল্প চালুর দাবিতে মানববন্ধন ও পদযাত্রা

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে আমডাঙ্গা খাল পুন:খনন প্রকল্প দ্রুত চালুর দাবিতে হাজারো নারী পুরুষ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমডাঙ্গা খাল অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। নওয়াপাড়া ইনস্টিটিউট থেকে সকাল ১১ টায় পদযাত্রটি উদ্বোধন করেন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।

এসময় ভবদহ অঞ্চল থেকে আগত প্রায় এক হাজার নারী পুরুষ পদযাত্রায় অংশগ্রহণ করেন। যশোর- খুলনা মহাসড়ক ধরে ৫ কিলোমিটার পথ পায়ে হেটে দুপুর ১-৩০ টায় আমডাঙ্গা খাল পড়ে পৌঁছায়। পদযাত্রার সময় তাদের হাতে নানা দাবি সম্বলিত প্লাকার্ড বহন করতে দেখা যায়। তাতে লেখা রয়েছে এক বছর আগে বরাদ্দ হওয়া আমডাঙ্গা খাল পুন:খনন প্রকল্প দ্রুত চালু কর, মানবিক বিপর্যায় রোধে খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর, বিল কপালিয়ায় টিআরএম প্রকল্প চালু কর, এলাকার সব নদী খাল দখল মুক্ত কর, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি নিশ্চত কর ইত্যদি।

পদযাত্রটি আমডাঙ্গা খালে পৌঁছে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী, মনিরামপুর উপজেলা কমিটির আহবায়ক গাজী আব্দুল হামিদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা অধ্যাপক অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, আব্দুল আজিজ, সাধন মন্ডল, শেখর বিশ্বাস, লুৎফর রহমান, মঞ্জুরুল আলম, নারী নেত্রী পারভীন আক্তার প্রমুখ। এ সময় খাল পাড়ের ক্ষতিগ্রস্থ লোকদের অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন দীনোবন্ধ ও মধুসুদন পাল।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!