খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
  কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ব্রাজিলকে ৫ গোল দিয়ে চ্যাম্পিয়ন প্যারাগুয়ে

গেজেট ডেস্ক

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ব্রাজিল। রোববার (১৩ আগস্ট) প্যারাগুয়ের বিপক্ষে ৫-৩ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে সেলেসাওরা।

২০১৭ সালে অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা ব্রাজিল দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির রানার্সআপ হয়েছে। ২০১৯ সালেও ফাইনাল হেরে রানার্সআপ হয়েছিল তারা।

এর আগে, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-চিলি। ম্যাচটিতে ব্রাজিল ৪-৩ গোলে হারায় চিলিকে। আর গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ১০ গোলের ব্যবধানে হারিয়েছিল তারা। তাছাড়া গ্রুপ পর্বে কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলাকেও হারিয়েছিল ব্রাজিল।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। ফাইনালের আগে পর্যন্ত অপরাজিত ছিল সেলেসাওরা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই হোঁচট খেল তারা।

 

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!