খুলনার বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন, মহসেন, সোনালী, আফিল, এ্যাজাক্স, জুট স্পিনার্সসহ সকল জুট মিল চালু ও সকল বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবী আদায়ের ব্যাপারে মালিক পক্ষের সুস্পষ্ট লিখিত ঘোষণা না পেলে ২৫ ফেব্রুয়ারি রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হবে। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভায় এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, ২৪ ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের ব্যাপারে মালিক পক্ষের সুস্পষ্ট লিখিত ঘোষণা না পেলে ২৫ ফেব্রুয়ারি রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হবে। এছাড়া শুক্রবার ২৬ ফেব্রুয়ারি সকল ব্যক্তিমালিকানাধিন মিলের সিবিএ নন সিবিএ সমন্বয়ে বৈঠকে লাগাতার রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচী সহ কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।
শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহসেন জুট মিলের প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ওয়াহিদ মুরাদ, আঃ ওহাব, প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সেকেন্দার আলী , লিয়াকত মুন্সি , কাবিল আহম্মেদ, নিজামউদ্দিন, বক্তিয়ার সিকদার,শহিদুল সর্দার , আমির মুন্সি প্রমুখ ।
খুলনা গেজেট/এমএইচবি