সরকারি প্রতিষ্ঠান থেকে নাগরিকের তথ্য ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। চলছে পর্যালোচনা। এ নিয়ে সোমবার (২৪ জুলাই) বৈঠক অনুষ্ঠিত হবে। যেখান থেকে জানা যাবে, কী কারণে তথ্য ফাঁস বা এর জন্য কারা দায়ী।
বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ ২৯টি গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি দায়ী প্রতিষ্ঠানকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।
শনিবার (২২ জুলাই) এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিপিও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ঝুঁকিপূর্ণ আরো তিনটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে এখনো শতভাগ ঝুঁকিমুক্ত করা সম্ভব হয়নি বলেও জানান পলক।
যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে বলে জানায়।
এ ঘটনায় গঠন করা হয় তদন্ত কমিটি। ঘটনা তদন্তে ১০ জুলাই আইসিটি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির (ডিএসএ) মহাপরিচালককে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধনের সাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রস্তুত। এখন চলছে পর্যালোচনা। এরপর সোমবার হবে বৈঠক। তার পরই জানা যাবে এর পেছনে প্রযুক্তিগত দুর্বলতা বা দায়ী ব্যক্তির নাম।
তবে তার আগে বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ ২৯টি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দায়ী প্রতিষ্ঠানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।’ তিনি বলেন, ‘প্রতিবেদন পড়ে, বুঝে, বিচার-বিশ্লেষণ করে আমাদের সুপারিশ, অভিমত বা সিদ্ধান্তগুলো জানাব। সে কারণে আগামী সোমবার বৈঠক আহ্বান করা হয়েছে। সবগুলো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের যে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে নিয়ে বৈঠক করে তারপর সিদ্ধান্ত জানাতে পারব।’
পলক বলেন, ‘এই ঘটনাটা থেকে আমরা যেই শিক্ষাটা গ্রহণ করছি, একটি সমন্বয় কমিটি করে দেওয়া হয়েছে। যাতে তারা ২৪ ঘণ্টা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে সজাগ থাকতে পারে এবং প্রয়োজনীয় যেকোনো তথ্য যাতে শেয়ার করতে পারে।’
তিনি বলেন, ‘সোমবারের বৈঠকে কত দিনের মধ্যে কী কী করতে হবে তার একটি টাইমফ্রেম ঠিক করে দেওয়া হবে। না করলে তাদেরকে জবাবদিহির কাতারে নিয়ে আসা হবে।’