সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দপ্তর সেল, মিডিয়া সেল ও প্রোগ্রাম বাস্তবায়ন সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আহবায়ক তাসনিম আহমাদ ও সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি সেলগুলো অনুমোদন করেন।
দপ্তর সেল সদস্যরা হলেন, শিহাব সাদনাম রাতুল, ফাহিম মাহতাব সিয়াম,এস এম সাজিদ হাসান,মোঃ মেহেদি হাসান সজীব, রাসেল গাজী ও মেহেদি হাসান।
আর মিডিয়া সেল সদস্যরা হলেন, মহরম হাসান মাহিম, শাকিল আহমেদ, রাকিব বিলাল হাসান, হুসাইন বিন ইমরান, খাঁন হামজা আব্দুল্লাহ ও জাওয়াদ হোসেন স্বদেশ।
এছাড়া প্রোগ্রাম বাস্তবায়ন সেলের সদস্যরা হলেন ইব্রাহিম খলিল, ইসরাত জাহান তিসা, ফজলে রাব্বি, আব্দুল্লাহ আল আমিন, শাহরিয়ার অপু, ফাহাজ উদ্দিন পারভেজ, আবু হানিফা, শেখ ইফতিখার আহমেদ, ইয়াসিন মল্লিক, ছনিয়া শ্রাবন্তী, আব্দুল্লাহ আল জুবায়ের, রাকিব হাসান, ফারহান রেজা, তানজিম মাহমুদ ও খায়রুল ইসলাম সুমন।
খুলনা গেজেট/এমএম