খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
মানববন্ধনে বক্তারা

‘এলাকাবাসীর মতামতের ভিত্তিতে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করুন’

নিজস্ব প্রতিবেদক

‌’বেড়িবাঁধ এলাকার মানুষদের সম্পৃক্ত করে মতামতের ভিত্তিতে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। যাতে করে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের নামে দুর্নীতির মাধ্যমে কয়েকশ’ কোটি টাকা লুটপাট না হয়। উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে চলে সীমাহীন দুর্নীতি। এসব দুর্নীতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীরা। সরকার গত ৯ বছরে উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু তার সুফল উপকূলীয় মানুষ পায়নি। বাঁধা হয়নি উপকূলীয় বাঁধ। উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে সরকার কয়েকশ’ কোটি টাকা বরাদ্দ দিলেও পাউবোর সীমাহীন দুর্নীতির কারণে সেসব বাঁধ সংস্কার হয়নি।

সে কারণে প্রতিবছর লাখ লাখ মানুষ উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর ও সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যায়। চরম দুর্ভোগের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করে দক্ষিণ জনপদের কয়েক লাখ মানুষ। শুধু তাই নয়, স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করেন আর বিল তুলে নেন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।’ এসব কথা বললেন জনউদ্যোগসহ কয়েকটি সংগঠনের আয়োজিত মানববন্ধনে নাগরিক নেতৃবৃন্দ।

শনিবার সকাল ১০টায় জনউদ্যোগ খুলনা, মাসাস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, রাসটিক, থেড, অপরাজিতা যুব কল্যাণ সংস্থা, উইথ সীসহ কয়েকটি সংগঠনের আয়োজনে ‘উপকূল রক্ষায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ চাই’ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জনউদ্যোগ খুলনার নারী সেলের আহবায়ক এড. শামীমা সুলতানা শীলু।

সভা পরিচালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির মহানহর সভাপতি মফিদুল ইসলাম, বাংলাদেশে কমিউনিস্ট পার্টির মিজানুর রহমান বাবু, বাসদের আব্দুল করিম,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর এস এম মাহাবুবুর রহমান খাকন, গ্লোবাল খুলনার শাহ মামুনুর রহমান তুহিন, রাসটিকের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহম্মদ, অপরাজিতা যুব কল্যান সংস্থার সাধারণ সম্পাদক অনুপ মন্ডল, উইথসীএর উপদেষ্টা ইমদাদ আলী, মোঃ ইমরান জাহান, ইয়াসিন শেখ, মোঃ তরিকুল ইসলাম, থেপ এর নির্বাহী পরিচালক পরেশ কুমার সাহা, সামাজিক কর্মী মোহাঃ এম এ সাদী, সাংবাদিক রাশীদুল আহসান বাবলূ,মাসাসেরকাজী সুআইবুর রহমান, কুষ্ণা দাস, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার মোঃ সাব্বির খান, এস এম আশরাফুল ইসলাম, ইতিহাস সম্মেলন বাংলাদেশের মোঃ মফিজুল ইসলাম, মোঃ রাজু মল্লিক, মোঃ সাকিবুল হাসান প্রমুখ।

সভায় বক্তরা, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!