প্রাকৃতিক দূযোর্গে বার বার বিধ্বস্ত খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরি এলাকার ধোপের খালের গড়ায় শাকবেড়িয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধে আকষ্মিক ভাঙ্গন দেখা দিয়েছে । শুক্রবার (৯ সেপ্টেম্বর ) সকালে শাকবেড়িয়া নদীতে ভাটির টানে ৩ শত মিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন শুরু হয়। যে কোন মুহূর্তে জোয়ারের পানিতে বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার চরম শঙ্কায় এলাকাবাসি।
গাতিরঘেরি গ্রামের বাসিন্দা গনেশ মন্ডল জানান, হঠাৎ করে শাকবেড়িয়া নদীর বেড়িবাঁধে ভাঙন লেগেছে৷ দ্রুত মেরামত না করলে যে কোন মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবিত হবে এলাকা। এর আগে গত বছর প্রাকৃতিক দূর্যোগ ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে এক বছর পানিতে তলিয়ে ছিলো।
দিলীপ মন্ডল জানায়, শুক্রবার সকাল থেকে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত মেরামত না করলে, আবার ও যে কোন সময় লোকালয়ে পানি প্রবেশ করবে।
স্থানীয় ইউপি সদস্য হরশিত মন্ডল বলেন, গতকাল শাকবেড়িয়া নদীতে ভাটির টানে ভাঙন লাগে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হলে তারা এসে পদক্ষেপ নিয়েছে। আগামিকাল থেকে কাজ শুরু হবে।
সাতক্ষীরা-২ পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী মোঃ মশিউল আলম বলেন, জাইকার চলমান কাজের একটি জায়গায় আকর্ষিক ভাঙনের খবর জানতে পেরে আমরা ঘটনা স্থালে এসেছি। এবং ঠিকাদারের মাধ্যমে দ্রুত মেরামত করার চেষ্টা করছি।