২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান-দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা ‘পাঠান’। এখনো বক্স অফিসে চলছে ‘পাঠান’ ঝড়। তবে সিনেমাটি মুক্তি আগে কম বিতর্ক হয়নি। এই বিতর্কের সূত্রপাত হয় এর প্রথম গান ‘বেশরম রং’ প্রকাশের পর।
ব্যাপক প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে শুধু হয় কিছু বিতর্ক। গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি তোলেন ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। গানটি সংধোশন করা না হলে মধ্যপ্রদেশে সিনেমাটি নিষিদ্ধের হুমকিও দেন তিনি।
মন্ত্রীর বক্তব্যের পরে মধ্যপ্রদেশের ইন্দোরে গানটি নিয়ে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠন বীর শিবাজি গ্রুপের কর্মীরা। শাহরুখ-দীপিকার কুশপুত্তলিকাও পোড়ায় তারা। এমন নানা বিতর্ক চললেও এপর্যন্ত গানটি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি দীপিকার।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গানটি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকারে দীপিকা জানান যে, এই গানের সঙ্গে যুক্ত থাকতে পারাকে তিনি সৌভাগ্যের বলে মনে করছেন।
দীপিকা বলেন, ‘এমন একটা গানের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমার মনে হয়, যেকোনো পারফরম্যান্সের ক্ষেত্রেই আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি। নিজের প্রতি বিশ্বাস রেখে পারফর্ম করার সুযোগ যখন দেয়া হচ্ছে, তখন সেভাবেই পারফর্ম করতে হয়। তোমাকে দেখতেও সুন্দর লাগতে হবে। তার সঙ্গে নিজের সেরাটাও দিতে হবে।’
‘তাই আমি সবসময়ই ওর সঙ্গে (কোরওগ্রাফার বৈভবী মার্চেন্ট) কাজ করতে চাই। গানটিতে পারফর্ম করার আগে আমি কোনোরকম স্নায়ুচাপে ভুগছিলাম না। কারণ, কেমন হতে চলেছে বা কীভাবে শুটিং হতে চলেছে, তা আমার জানা ছিল। আমি শুধু ওঁর নির্দেশ মতো করে গিয়েছি।’
এর আগে ‘বেশরম রং’ গানে দীপিকার পোশাক থেকে পারফরম্যান্স নিয়ে প্রশংসায় ভরিয়ে দেন কোরিওগ্রাফার থেকে পরিচালক দুজনেই।
খুলনা গেজেট/ এসজেড