বেরসিক বৃষ্টির কবলে পড়েছে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। শনিবার (০২ সেপ্টেম্বর) পাল্লেকেলের ক্যান্ডিতে বৃষ্টি যেন থামছেই না। তাতে ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হতে বিলম্ব হচ্ছে। সময় যত গড়াচ্ছে, ততোই বাড়ছে কার্টেল ওভার সম্ভাবনা।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে এ নিয়ে তৃতীয়বারের মতো হানা দিয়েছে বৃষ্টি। ভারতের ইনিংসের মাঝে দুইবার ও ইনিংস শেষে ফের বৃষ্টি শুরু হয়েছে। তাতে বল মাঠ গড়ানোর সম্ভাবনা থাকলেও কার্টেল ওভারে লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারি কিছু জানায়নি। তবে কার্টেল ওভারের হিসেব অনুযায়ী, ৪৫ ওভারের খেলা হলে লক্ষ্য হতে পারে ২৫৪, ৪০ ওভারে হলে ২৩৯, ৩০ ওভারে হলে ২০৩ এবং ২০ ওভারের ম্যাচ হলে ১৫৫।
এর আগে পাল্লেকেলেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার টিকতে পারেনি ভারত। ৪৮.৫ ওভারে মাত্র ২৬৬ রানে অল আউট হয়েছে তারা। প্রথম ইনিংস শেষ হতেই ক্যান্ডির আকাশ ভেঙে নামে বৃষ্টি। যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত থামেনি।
খুলনা গেজেট/কেডি