যশোরের বেনাপোল এবং শার্শার একাধিক সিমান্তে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকির ভারতীয় কসমেটিকস, শাল চাদর, পোষাক ও মাদকের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত বেনাপোল ও শার্শা সীমান্তের আইসিপি ক্যাম্প, ধান্যখোলা, নাভারণ সাতক্ষীরা মোড় ও বুরুজবাগান, আমড়াখালী চেকপোস্ট পাঁচপীরতলা এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় ২৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল ও শার্শা সীমান্তের কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল আটক করা হয়েছে। আটককৃত পন্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস, শাল চাদর, পোষাক, মদ, ফেনসিডিল ও গাঁজা। যার সিজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা।
অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় এবং মালিকবিহীন মাদকদ্রব্য জনসস্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নে জমা করা হয়েছে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএজে