খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

বেনাপোল বন্দরে অটোমেশন সফটওয়ার প্রোগ্রাম ও ডরমেটরি ভবনের উদ্বোধন

শার্শা প্রতিনিধি

বেনাপোল স্থল বন্দরে তিন কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত একটি ডরমেটরি ভবন ও অটোমেশন সফটওয়ার প্রোগ্রাম উদ্বোধন করেছেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান কে. এম তারিকুল ইসলাম।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে বন্দরের এক নম্বর প্রবেশদ্বারের মধ্যে তিনতলা বিশিষ্ট ডরমেটরি ভবনটি উদ্বোধন করেন তিনি।
এর আগে তিনি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, ইমিগ্রেশন ও বন্দরের বিভিন্নস্থান পরিদর্শন করেন এবং এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এদিকে বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান কে. এম তারিকুল ইসলাম বন্দর এলাকায় পরিদর্শনে গেলে বন্দরের পেছনে বসবাসরত স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান তারিকুল ইসলামকে জানান, বন্দরে অপরিকল্পিত প্রাচীর নির্মাণের কারণে দীর্ঘ ১০ বছর ধরে তাদের অবরুদ্ধভাবে বসবাস করতে হচ্ছে। এছাড়া বন্দরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই ক্যামিক্যাল মিশ্রিত পানিতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। যাতে যাতায়াতে সমস্যার সৃষ্টি হয় এবং নানা রকম রোগে আক্রান্ত হতে হয় তাদের। তারা আরও জানান, বন্দর তাদের নিরাপদে বসবাসের ব্যবস্থা করুক তা না হলে তাদের জমি সঠিক দামে অধিগ্রহণ করুক।

বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান তারিকুল ইসলাম স্থানীয়দের আশ্বস্ত করে জানান, আমরা কাউকে ক্ষতি করে বন্দরের উন্নয়ন করতে চায় না। এ বিষয়টি বিবেচনা করা হবে এবং সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, সহকারী পরিচালনা আতিকুল ইসলামসহ বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!