যশোরের বেনাপোল পোর্ট পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বুধবার (০৭ সেপ্টেম্বর) সাড়ে ১২ টার দিকে বেনাপোল পোর্ট থানার ইসাপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার খলশি গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান এবং আবু বকরের ছেলে আক্তারুল ইসলাম।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বেনাপোল পোর্ট থানার ইসাপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন খবর পেয়ে পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদৎ হোসেন ওই এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তাদের শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণবার জব্দ করা হয় যার ওজন এক কেজি ১৬৬ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।
উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।