ভারত থেকে আসা তাজুল ইসলাম (৫৭) নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর ব্যাগের মধ্য আংটিতে ব্যবহৃত ৯ কেজি উন্নতমানের পাথর জব্দ করেছে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে পাথরগুলো উদ্ধার করা হয়।
ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে কাস্টমসে ঘোষণা না দিয়ে ব্যাগের মধ্যে কৌশলে পাথর নিয়ে বেরিয়ে আসছিল চাঁদপুর জেলার সদর থানার বাকেরপুর গ্রামের কাজী জালাল উদ্দিনের ছেলে তাজুল ইসলাম। এসময় শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে পাথরগুলো উদ্ধার হয়। তার পাসপোর্ট নম্বর-ইএফ-০১৪৩৭৭২৫।
বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজজামান বলেন, পাসপোর্টযাত্রী তাজুল ইসলাম কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে বের হয়ে যাওয়ার মুহূর্তে তার হাতের ব্যাগ দেখে সন্দেহ হয়। এরপর ব্যাগটি তল্লাশি করে আংটিতে ব্যবহৃত ৯ কেজি উন্নতমানের পাথর উদ্ধার করা হয়। পাথরগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে শুল্ক পরিশোধ করে নেওয়ার জন্য সাময়িক আটকপত্রের স্লিপ দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই