যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল সেট, ফেন্সিডিল, শাড়ী, কম্বল, তৈরি পোশাক, কিসমিস, চকলেট, সন পাপড়ী, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৯ বিজিবির আওতাধীন একাধিক সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম।
ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির বিশেষ টহলদল যশোরের বেনাপোলসহ ৪৯ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বেনাপোল বাজারের রহমান চেম্বার নামে একটি মার্কেটের ১৬ টি মোবাইলের দোকানে অভিযান চালিয়ে ১৩১টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। যার সিজার মূল্য ৩২ লাখ টাকা। এবং আটক অন্য মালামালের সিজার মূল্য ২৬ লাখ টাকা। আটককৃত মাদক ব্যাটালিয়নে এবং মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হয়েছে। বিজিবির এধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে ও জানান এই কর্মকর্তা।
খুলনা গেজেট/ টিএ