যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ।
আটক আসামিরা হলো, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের সুবাস হাওলাদারের ছেলে সুমন হাওলাদার ও সুজন হাওলাদার। শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল বাজার থেকে ৬ বোতল বিদেশি মদসহ তাদেরকে আটক করা হয়।
যশোর ডিবি পুলিশ কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ের মাধ্যমে জানান ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার। তিনি বলেন, বিদেশি মদ আটকের বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের ও দু’জনকে থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ