যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে চালক মামুন হোসেন মানিক (৩৩) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মানিক যশোরের বেসরকারি কুইন্স হসপিটালের অ্যাম্বুলেন্স চালক।
হাসপাতালের ম্যানেজার মিঠু সাহা জানান, ওইদিন বিকেলে তাদের হাসপাতালে চিকিৎসা নেয়া এক রোগীকে বেনাপোলের বাড়িতে নামাতে যান অ্যাম্বুলেন্স চালক মানিক। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় পৌছুলে বিএসআরএম (ইস্পাত কারখানা) এর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় ও চালক মানিক মারা যান। এসময় ট্রাকটির চালক রড বোঝাই গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ খবর পেয়ে মানিকের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে যশোর চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মাদ রাকিবুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত মানিকের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে এনেছি। কিন্তু বিষয়টি হাইওয়ে পুলিশের আওতায় হওয়ায় তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছে।
যশোর নাভারণ হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, অ্যাম্বুলেন্স চালক মানিক ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
খুলনা গেজেট/এ হোসেন