যশোরের বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রাম থেকে ৪শ’ গ্রাম গানপাউডার, একটি মোটরসাইকেলসহ শামীম হোসেন (১৭) নামে এক বিস্ফোরকদ্রব্য পাচারকারীকে গেপ্তার করেছেন র্যাব-৬ খুলনার সদস্যরা। গ্রেপ্তারকৃত শামীম বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের লিটন আলীর ছেলে।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাত দেড়টার দিকে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে শামীম। তাকে ধাওয়া করে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। তার কাছে থাকা ৪শ’ গ্রাম গানপাউডার, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়।
তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই