যশোরের বেনাপোল রেলস্টেশনের পাশ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মিলন হোসেন (৪৫)। তিনি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে চুড়ামনকাটি বাজারের পাশে বসবাস করতেন ও বারীনগর বাজারে একটি তেলের মিলের শ্রমিক ছিলেন।
মৃত মিলনের ছেলে বিপ্লব হোসেন জানান, তার পিতার দাদা বাড়ি ঝিকরগাছায়। সেখানে জমির ভাগ বুঝে নিতে দরকারি কাগজপত্র নিয়ে গত ২৮ আগস্ট বাড়ি থেকে বের হন তার পিতা মিলন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার যশোর জেলা পুলিশের ফেসবুকে পোস্ট দেখে পরিবারের সদস্যরা তার পিতার লাশ শনাক্ত করেন।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, পুলিশ ধারণা করছে রাতে কে বা কারা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে। তার পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে গেছে। তার পকেটে ইয়াবা সেবনের জন্যে ব্যবহৃত কয়েন পাওয়া যায়।
খুলনা গেজেট/কেএম