যশোরের বেনাপোল দুর্গাপুর গ্রামে বাড়ির সামনে গলায় তার পেচিয়ে আল আমিন হত্যাকান্ডে জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। নিজ বাড়ির সামনে হত্যাকন্ডের পর হত্যার মুল রহস্য উন্মোচন করলো পুলিশ৷
আটককৃতরা হলো, বেনাপোলের দুর্গাপুর গ্রামের জহুরুল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার। বৃৃৃহস্পতিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কন্ফারেন্স রুমে প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, জহুরুলের স্ত্রীর সাথে আল আমিনের পরকীয়া প্রেম ছিল। এ প্রেমের কারনে পরিকল্পিতভাবে আল আমিনকে গলায় তার পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়৷
পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য জহুরুল ও কামরুন্নাহার দম্পতিকে মঙ্গলবার বেনাপোলের দুর্গাপুর রোডের একটি ইজিবাইক চার্জের গ্যারেজ থেকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে ওই দম্পতি আলামিনকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে। এরপর বৃহস্পতিবার দুপুরে জহুরুল-কামরুন্নাহার দম্পতিকে আল আমিন হত্যা মামলায় আদালতে চালান দেয়া হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের আদালতে তারা হত্যাকান্ডে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে বেনাপোলে বাড়ির পাশে আল আমিনকে গলায় তার পেচিয়ে শ্বাসরোধে নৃশংশভাবে হত্যা করা হয়। পরদিন সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে।
খুলনা গেজেট/এ হোসেন