খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  হেলিকপ্টার দুর্ঘটনায় নিঁখোজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি
  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা
আটক ভাইস চেয়ারম্যানকে আদালতে প্রেরণ

বৃদ্ধকে হত্যার অভিযোগে তিনজনের নামে মামলা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা তালায় ছেলেকে বাঁচাতে যাওয়ায় লুৎফর রহমান নিকারী (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জেয়ালা নলতা ও হাজরাকাটী গ্রামের মধ্যবর্তীস্থান নলবুনিয়া ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর নিকারী তালা উপজেলার জেয়ালা নলতা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে। এদিকে তার ছেলে সেলিম নিকারী বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় শত শত গ্রামবাসি মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তালা থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেছেন।

এ ঘটনায় নিহতের ছেলে সেলিম নিকারী বাদী হয়ে সরদার মশিয়ার রহমানকে প্রধান আসামি করে থানায় তিন জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে করেছে। মামলার অপর আসামীরা হলেন তালা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি হাজরাকাটী গ্রামের শেখ তুহিন হোসেন ও বারুইহাটী গ্রামের মোঃ রনি। আটককৃত ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আদালতে প্রেরণ করা হয়।

সরদার মশিয়ার রহমান

নিহতের ভাতিজা জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী জানান, রাতে নলবুনিয়া বিলের সরকারি খালে তার চাচাতো ভাই সেলিম নিকারী মাছ ধরছিল। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘের রয়েছে। সেলিম মাছ ধরার সময় মশিয়ারের সহযোগী রনি মাছ চুরির অভিযোগে তাকে আটক করে। এরপর সরদার মশিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে রনি ও তার অপর সহযোগী তুহিন শেখকে নিয়ে সেলিমকে মারপিট করে।

তিনি আরও বলেন, মারপিটর ঘটনা শুনে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে দৌঁড়ে যায়। সেখানে যাওয়া মাত্রই সরদার মশিয়ার, তুহিন ও রনি একত্রে তাকেও মারপিট করে। পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়। সেলিমকেও তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।

তবে আটক ঘের মালিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের দাবী, তিনি ওই সময়ে ঘেরে ছিলেন না। মৃত লুৎফর রহমানের ছেলে সেলিম নিকারী তার মৎস্য ঘেরে মাছ চুরি করতে আসলে ঘেরের কর্মচারীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। তাছাড়া মৃত লুৎফর রহমান নিকারীকে মারপিটও করা হয়নি। তিনি অসুস্থ্য ছিলেন।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, তাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তবে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, হত্যার ঘটনায় থানায় নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় সরদার মশিয়ার রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবীর বলেন, উক্ত ঘটনায় তালা উপজেলা ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমানকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!