উপজেলাধীন বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধনের প্রতিবাদে সচেতন নাগরিক ও সেচ্ছাসেবী সমাজের উদ্যোগে সোমবার (১৬ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী সামাজিক সংগঠন আলোর মিছিল এই মানববন্ধনের নেতৃত্ব প্রদান করেন। বক্তারা অবিলম্বে সরকারি গাছ নিধনের সংগে জড়িতদের শনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
মানববন্ধন থেকে অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধন রোধকল্পে সরকারের কাছে স্মারকলিপি প্রদানের কথা জানান বক্তারা।
মানব বন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন আলোর মিছিলের প্রাক্তন সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ রবিউল ইসলাম রাজিব, আহবায়ক কমিটির সদস্য আহসানুল হক হিরো, নাহিদ জুমান জেড, মহিউদ্দিন পারভেজ, কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যাংকের সাধারন সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস, দিঘলিয়া প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলাম শরাফত, সাবেক প্রগতিশীলতা ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবী শেখ শামিমুল ইসলাম, রাতুল হোসেন, আসাদুজ্জামান আশা, মোঃ আশরাফুল ইসলাম, সাদিয়া সিদ্দিকী পাঁপড়ি প্রমুখ।