খুলনা, বাংলাদেশ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১ জুন, ২০২৪

Breaking News

  জনশক্তি খাতে হয়রানির দায়ে মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছে দেশটির সরকার

তেরখাদায় বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

তেরখাদায় বীর মুক্তিযুদ্ধা একরাম সরদারকে মারধর করার অভিযোগ করেছেন খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা। শনিবার (৬ জানুয়ারি) খুলনার খান জাহান আলী রোডে অবস্থিত তার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত পূর্বক শাস্তি দাবি করছি।ভোটের ঠিক পূর্বে এ ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং মানুষকে ভোট দানে নিরুৎসাহিত করছে। বিষয়টি তিনি প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন ও বীর মুক্তিযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে দারা, দেশ ও জাতির স্বার্থে ৭ জনুয়ারির আবার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের এই প্রত্যাশা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটারদের বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের। আমাদের পক্ষে যারা কাজ করছে, ভোটের স্লিপ দিচ্ছে, মিছিল করছে, যারা ক্যাম্পেইন করছে তাদেরকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। প্রতিনিয়ত তারা হুমকি দিচ্ছে এ কারণে ভোটাররা ভীত সশস্ত্র হয়ে পড়ছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!