ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনে সাতক্ষীরায় বিসিএস শিক্ষক ক্যাডারদের বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়েছে কর্মবিরতির তৃতীয় দিন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকরা দাবিনামা সম্বলিত ফেস্টুনসহ মিছিল সহকারে সমবেত হন কলেজ ক্যাম্পাসে।
সমাবেশের সভাপতি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা দাবি আদায়ে অনড়। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটিপ্রদানসহ বিভিন্ন দাবিতে সারাদেশের সাথে সাতক্ষীরায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি চলছে। প্রয়োজনে দাবি আদায়ের জন্য এ আন্দোলনে আরো দীর্ঘায়িত করা হবে। শিক্ষকরা আজ আন্দোলনে অনেক বেশী সক্রিয় সবাই দাবি আদায় করেই ঘরে ফিরবে। তিনি বলেন, সাতক্ষীরার শিক্ষকরা এ আন্দোলন আরও বেশী তীব্র করবে।
সকালের সমাবেশে বক্তব্য রাখেন কাজী আসাদুল ইসলাম চপল, মোঃ অলিউর রহমান, ড. নাসরিন আক্তার, মো: বদরুল মিল্লাত, মোঃ মোছলেহুল আলম, মোঃ নজরুল ইসলাম, ড. মোঃ শাহিনুর রহমান, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ আবুল হাসেম, বলাই চন্দ্র ঘোষ, মোহাঃ আল মুস্তানছির বিল্যাহ, মহাদেব চন্দ্র সিংহ প্রমুখ।
কাজী আসাদুল ইসলাম চপল বলেন, তারা চাকুরীতে মধ্যম সময় অতিক্রম করেছেন। তারা নতুন বিসিএস শিক্ষা ক্যাডারদের জন্য একটি সুন্দর সুসম ক্যাডার রীতির জন্য সংগ্রাম করছেন।
অলিউর রহমান বলেন, সর্বাত্মক কর্মবিরতির অনুরুপ কর্মসূচি পালন করছে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, কলারোয়া সরকারি কলেজ, তালা সরকারি কলেজ, আশাশুনি সরকারি কলেজ ও শ্যামনগর সরকারি মহসিন কলেজে।
ড. নাসরিন আক্তার বলেন, বর্তমানে সারাদেশে অনার্সের দিত্বীয় বর্ষের শিক্ষার্থীদের ফরম ফিলাপ ও ডিগ্রীর ভর্তি কার্যক্রমের সময় চলছে। অন্যান্যদের ক্লাস রয়েছে আর শিক্ষকরা রয়েছে আন্দোলনে। এটি দুঃখজনক তাই সরকারের কাছে অনুরোধ অবিলম্বে চলমান সংকট নিরসনে সরকার বিসিএস শিক্ষা ক্যাডারদের দাবি মেনে নিক।
খুলনা গেজেট/ টিএ