খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আগামীকাল ২৬ এপ্রিল খুলনা মহানগর এলাকার ১৯টি কেন্দ্রে ৪৬তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারের প্রিলিমিনারী পরীক্ষা (MCQ Type) চলাকালীন নিম্ন লিখিত আদেশ জারি করেছেন।
পরীক্ষার দিন সকাল সাতটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চর্তুদিকে দুইশত গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছরি, লাঠি, বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে