খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পাইলস একটি নিরাময় যোগ্য রোগ। কিন্তু সচেতনতার অভাবে মানুষ এ রোগ থেকে নিরাময়ের জন্য নানা ধরণের অপচিকিৎসা গ্রহণ করে। ফলশ্রুতিতে সঠিক চিকিৎসার অভাবে এক সময় রোগটি জটিল আকার ধারণ করে। তিনি এ রোগ বিষয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
সিটি মেয়র আজ শনিবার সকালে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার কার্যালয়ে বিশ্ব পাইলস দিবস পালন উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার, র্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা গ্যাস্ট্রো-লিভার এন্ড কোলন-রেক্টাম রিচার্স সেন্টার এ অনুষ্ঠানমালার আয়োজন করে।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রো-ইন্টেস্টিনাল সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জওহর লাল সিংহ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিএমএ-খুলনার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়। সঞ্চালনা করেন সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল।
এর আগে দিবসটি পালন উপলক্ষে জনসচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সিটি মেয়রের নেতৃত্বে র্যালীটি বিএমএ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিএমএ কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়া এ রোগের সুচিকিৎসা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।
খুলনা গেজেট/এনএম