আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ের লক্ষে জেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নে হাতপাখার প্রতীকের প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী সভা ও অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টবর) ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে ও হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মাহবুবুল আলম এর উপস্থিতিতে বিকাল ৪টায় অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়ার সাহস ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মুফতি ওমর ফারুকের সভাপতিত্ব সাহস ইউনিয়ন হাতপাখা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান প্রার্থী জননেতা সৈয়দ মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে বিকাল ৫ টায় অস্থায়ী কার্যালযয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
মুরিয়ার ধামালিয়া ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন হাতপাখা প্রতীকের প্রার্থী জি এম কামরুজ্জামান বাবলুর নেতৃত্বে ইউনিয়নের রহিমপুর বাজার, মাহমুদকাঠী মোড়ে ব্যাপক হাতপাখা প্রতীকের ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নে হাফেজ কারিমুল ইসলাম এর সভাপতিত্বে ও হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ তাওহীদুল ইসলামের উপস্থিতিতে অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও রূপসার শ্রীফলতলা ইউনিয়নে মাওলানা তাওহীদুল ইসলাম মামুন এবং নৈহাটি ইউনিয়নে হাতপাখার প্রার্থী আলহাজ্ব জাহিদুল ইসলাম রুপসা এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন।পৃথক পৃথক অনুষ্ঠিত গণসংযোগ ও নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান, জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা নেতা শেখ হাসান ওবায়দুল করিম, জেলা সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিব , মাওলানা আবু সাঈদ মাওলানা আসাদুল্লাহ হামিদী,মাওলানা আলী আহমদ, হাফেজ মোহাম্মদ মঈনউদ্দীন, মোঃ ইসমাইল হোসেন, আবদুল্লাহ আল নোমান মোঃ হেলাল উদ্দিন মেম্বার, ক্বারী আব্দুর রহমান, প্রমুখ নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এএ