নড়াইলে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১ তম শাহাদাত বার্ষিকী পালিত হেেয়ছে। এই উপলক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নূর মোহাম্মনগরে তার গ্রামের বাড়িতে শোকর্যালী, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড আব অনার, কোরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্ট, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ মহাবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এই বীর যোদ্ধাকে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাষ্টের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচীব আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সদর উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এস এ মতিন, বীরশেষ্ঠ নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ মহাবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাথীসহ বিভিন্ন শ্রেণিপেশরা মানুষ উপস্থিত ছিলেন।
পরে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্মৃতি যাদুঘরে আলোচনাসভা, মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও ২৫০ জন হতদরীদ্রের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য ১০ কেজি করে চাউল সহায়তা বিতরন করা হয়।
বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রাম বর্তমানে নূর মোহাম্মদনগরে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটিতে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
খুলনা গেজেট/এসজেড