খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

বিভাগীয় সমাবেশ সফলে বিএনপির প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনভর আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ০৪ ফেব্রুয়ারি শনিবার খুলনায় বিভাগীয় সমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতারা।

এ সময় তারা বলেছেন, রাজপথে সরকার বিরোধী আন্দোলনে সাধারণ মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগের লোকজন ভয় পেয়েছে। তারা বিরোধী দলের সভা-সমাবেশ বানচাল করার জন্য বিভিন্ন অপকৌশল গ্রহন করেছে। বিএনপির জনসভায় মানুষ জড়ো করতে হয় না, মানুষ মনের টানেই আসে। চলমান  আন্দোলন ও গণসমাবেশ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। যে অধিকার বর্তমান সরকার কেড়ে নিয়েছে। সরকারের দুঃশাসনে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সারা দেশের মানুষ এখন রাজপথে নেমেছে।

প্রস্তুতি সভায় ও লিফলেট বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্তু, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামিম, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, শফিকুল ইসলাম চৌধুরী হোসেন প্রমুখ।

১৭নং ওয়ার্ড বিএনপি: বুধবার বিকেলে ১৭ নং ওয়ার্ডে প্রস্তুতি সভা ও বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন মুসা হোসেন খান, তরিকুল ইসলাম বাকার, আডিজজুর রহমান, মোল্লা রাজু আহমেদ, সাইফুল ইসলাম মল্লিক, সাকুরুল ইসলাম সুমন প্রমুখ।

২৫ নং ওয়ার্ড বিএনপি : বুধবার বিকেলে ২৫ নং ওয়ার্ডে প্রস্তুতি সভা ও বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন কাজী নজরুল ইসলাম, মাসুদ আলম শামীম, কামরুজ্জামান রুনু, কাজী সাইফুল ইসলাম, রুহুল আমিন সোহাগ, আলম হাওলাদার, নাসরিন হক শ্রাবনী, মনিরুজ্জামান মনি প্রমুখ।

২৬নং ওয়ার্ড বিএনপি: সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল দুপুরে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ডা. আব্দুল হালিম, বাবু মোড়ল, আরিফুল ইসলাম বিপ্লব, শেখ আব্দুল কুদ্দুস, শাহরিয়ার সাদি প্রমুখ।

২০নং ওয়ার্ড বিএনপি: সমাবেশ সফলের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে ২০নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রচার লিফলেট বিতরণ করেন, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, নুরু কাজি, গাজী আতিকুর রহমান, আবুল কালাম, নুরে আলম রিপন প্রমুখ।

১৮নং ওয়ার্ড বিএনপি: ৪ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে বৃহস্পতিবার ১৮নং ওয়ার্ডে প্রচার লিফলেট বিতণ করেন হাফিজুর রহমান মনি, আব্দুল আলিম, ওয়াহেদুজ্জান হাওলাদার, কাদের মল্লিক, জাকির মুন্সি, নুরে আলম, জুয়েল প্রমূখ। ১৬নং ওয়ার্ড বিএনপি: সমাবেশ সফল করতে বুধবার প্রচার লিফলেট বিতরণ করেন তারিকুল ইসলাম, ইসলাম বিশ্বাস, রুবেল বিশ্বাস , হাবিবুর রহমান প্রমুখ।

২২ ও ২৩ নং ওয়ার্ড বিএনপি: বৃহস্পতিবার সন্ধ্যায় প্রস্তুতি ও লিফলেট বিতরণ করেন ২২ ও ২৩নং ওয়ার্ড বিএনপি। এসময় উপস্থিত ছিলেন  সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, তারিকুল ইসলাম জহির, শের আলম সান্টু, বদরুল আনাম খান, কেএম হুমায়ুন কবির, নাসির খান, কাজী কামরুল ইসলাম বাবু, আবু জাফর প্রমুখ।- খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!