খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

বিদ্যুৎস্পৃটে দু’ভাইয়ের মৃত্যু: রূপসায় পলাতক দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা থানায় দায়ের হওয়া হত্যা মামলার পলাতক আসামি মো. জের আলী মোল্যা(৫০) ও রিনা বেগম(৪৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। ৩১জানুয়ারি রাত ২টায় আত্মীয়ের বাসা উপজেলার ঘাটভোগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মো. জের আলী মোল্যা রূপসার আনন্দনগর(ছোট ঝিলে) গ্রামের সৈয়দ আলী মোল্যার ছেলে ও রিনা বেগম মো. জের আলী মোল্যার স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রূপসা থানায় দায়ের করা ১৩ নং মামলা যার ধারা-৩০৪ পেনাল কোড এর আসামীকে পাওয়া যায়। ৫ মাস পলাতক আসামী মো. জের আলী মোল্যা ও রিনা বেগমকে মধ্যরাতে ঘাটভোগ হতে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে ২০২৩ সালে (২১ আগস্ট) সোমবার রাতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মোদাচ্ছের শেখ (৪৭) ও ইকবাল হোসেন শেখ (৩২)  দু’ভাইয়ের মৃত্যু হয়।

ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীরা জানান, প্রতিবেশী একই গ্রামের সৈয়দ মোল্যার ছেলে জের আলী মোল্যার মৎস্যঘেরে গুনোর তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুরের ফাঁদ তৈরী করেন। কিন্তু প্রতিদিন ঘেরের পাড় দিয়ে স্থানীয় লোকজন চলাচল করলেও কোন নিশানা বা চিহ্ন ছিল না। ফলে না জেনেই কয়েক ঘন্টার ব্যবধানে দুই ভাই মারা যান। এ ঘটনায় রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দিলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ মো. শওকত কবির জানান, হত্যা মামলার পলাতক আসামি মো. জের আলী মোল্যা ও রিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!