খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, আমার জানা মতে কোন রাজনৈতিক হত্যার বিচার এ পর্যন্ত হয়নি। যেকারনে মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সকল রাজনৈতিক হত্যার বিচার হতে হবে। তা না হলে রাজনীতির উপর নেতা-কর্মীদের কোন আস্থা থাকবে না। রাজনীতি ও নেতাদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে বিথারসহ সকল রাজনৈতিক হত্যার বিচার করতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে, সে প্রতিযোগিতায় মেধা দিয়ে বিজয় লাভ করতে হবে। কিন্তু ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে মেধাশূন্য করতে বিথারের মত একজন মেধাবী রাজনৈতিক নেতাকে হত্যা করেছে। আদর্শের ক্ষেত্রে শহীদ ইকবাল বিথারের মধ্যে কোন কৃতিমতা ছিলো না। তিনি মনে প্রাণে একজন বঙ্গবন্ধুর একজন সৈনিক ছিলেন। তার ত্যাগী, সাহসী, প্রতিবাদি চেতনার কারনে মানুষের কাছে তিনি অত্যাধিক জনপ্রিয় ছিলো। এই শহরে তাঁর কোন ব্যক্তিগত শত্রু ছিল না। রাজনীতি করতে গিয়ে তাঁর শত্রু জন্মেছিল।
মঙ্গলবার বাদ মাগরিব মহানগর আওয়ামী লীগ আয়োজিত শহীদ ইকবাল বিথারের ১২তম শাহাদাৎ বার্ষিকীতে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগ সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া. মো. সফিকুর রহমান পলাশ, মুন্সি নাহিদুজ্জামান, রেকসোনা কালাম লিলি, বীরমুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, জিয়াউল ইসলাম মন্টু, ফেরদৌস হোসেন লাবু, চ. ম. মুজিবর রহমান, মঈনুল ইসলাম নাসির, আব্দুল হাই পলাশ, শেখ জাহিদুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ ইকবাল বিথারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং শেখ সোহেলের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/এমএইচবি