বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের শাস্তির দাবিতে যশোরের অভয়নগরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া প্রেস ক্লাবের সামনে মাদরাসা ছাত্ররা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়েজ গাজী, অভয়নগর উপজেলা শাখার সভাপতি ওহিদুল ইসলাম, সহ-সভাপতি তাওহিদুল ইসলাম ও সাবেক সভাপতি আশরাফুল ইসলাম।
এসময় ২০২৩ শিক্ষাক্রমে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জািড়তদের তদন্তপূর্বক শস্তির দাবি করেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতনের হুশিয়ারী প্রদান করেন তারা। মানববন্ধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করে।
খুলনা গেজেট/এসজেড