বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইন্সটিটিউটের (বিটিটিআই) সার্বিক সহযোগীতায় ও থ্রিএফ এসোসিয়েটস ফার্মের আয়োজনে তিনদিন ব্যাপী এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১টায় নগরীর আইসিএমএবি ভবনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ সিরাজুল করিম প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন এফসিএমএ ও সরকারী আজমখান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখ জিয়াউল ইসলাম, আইসিএমএবি খুলনা শাখার সেক্রেটারী আব্দুল মোতালেব এবং বিটিটিআই’র পরিচালক শ্যামল চন্দ্র সরকার।
গত বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থ বছরের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এবং আয়কর বিষয়ের উপর এই প্রশিক্ষন অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-১) ড. আব্দুল মান্নান সিকদার। তিনি প্রথম ও দ্বিতীয় দিনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
ইনকাম ট্যাক্সের বিষয়ে প্রশিক্ষন দেন কর কমিশনার মোঃ সিরাজুল করিম। এ প্রশিক্ষণে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
খুলনা গেজেট/এইচআরডি